আজ - রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - ভোর ৫:১৯

শিশু তুহিন হত্যায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি!

নিউজ ডেস্ক :: সুনামগঞ্জে পাঁচ বছরের শিশু তুহিন মিয়া হত্যার ঘটনায় এখনও পর্যন্ত (মঙ্গলবার) কাউকে গ্রেপ্তার দেখায়নি পুলিশ।

পুলিশ সুত্র বলছে এই হত্যাকাণ্ডের সঙ্গে শিশুটির পরিবারই জড়িত। রবিবার রাতে শিশু তুহিনকে হত্যা করা হয়। সোমবার তুহিনের মা মনিরা বেগম অজ্ঞাত ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে স্থানীয় দিরাই থানায় হত্যা মামলা করেন।

সোমবার দুপুর থেকেই জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে তুহিনের বাবা, চার চাচা, এক চাচি এক চাচাতো বোনকে। সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান সাংবাদিকদের জানান, ঘটনায় তুহিনের পরিবারের লোকজন জড়িত। প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে পরিকল্পিতভাবে এই কাজ করা হয়েছে। কে, কারা, কখন, কীভাবে তাকে হত্যার করেছে; সবকিছু তারা জেনেছেন।

কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়েছি কিনা, জানতে চাইলে এসপি মিজানুর রহমান বলেন, এখনো কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি।

তবে পুলিশের একটি সূত্র জানিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য থানায় থাকা তুহিনের পরিবারের সদস্যদের মধ্যে চার থেকে পাঁচজনকে মনিরা বেগমের দায়ে করা মামলায় গ্রেপ্তার দেখানো হতে পারে। তাদের আজকেই আদালতে পাঠানো হবে। অন্যদের ছেড়ে দেওয়া হবে।

শিশু তুহিনের বয়স মাত্র পাঁচ বছর। কদম গাছের ডালে ঝুলছিল তার নিথর দেহ। পেটে ঢোকানো ছিল দুটি লম্বা ছুরি। তার দুটি কান যৌনাঙ্গ কেটে
ফেলা হয়। এই শিশুর বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের কেজাউরা গ্রামে। তার বাবার নাম আবদুল বাছির। তিনি পেশায় কৃষক।



আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত