আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৯:০১

শুরু হয়েছে ভৈরব নদের ৫৯ অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ।

আবুল বারাকাত (যশোর থেকে) :: যশোরে ভৈরব নদের নীলগঞ্জ অংশে ২৩ ডিসেম্বর অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ নতুন করে শুরু হয়। এর আগে পানি উন্নয় বোর্ড-পাউবো নীলগঞ্জ অংশের অবৈধ স্থাপনার তালিকা প্রকাশ করে। তালিকায় ৫৯ অবৈধ স্থাপনাকে চিহ্নিত করা হয়।

জানা যায় , ঝুমঝুমপুর মৌজায় আকবর মিয়ার ছেরে বাবুর স্টিল ফার্ণিচার ও ফার্ণিচার কারখানা, সাখাওয়াত হোসেনের ছেরে তজিবুর বিশ্বাসের বসতবাড়ি, বালিয়াডাঙ্গা মৌজার আকছের মিয়ার ছেরে লুৎফর রহমানের ফার্ণিচারের দুটি দোকান, মার্কেট ও ফার্ণিচারের তিনটি কারখানা, লুৎফর রহমানের ছেলে আছফার রহমানের ফার্ণিচারের কারখানা, আকছির মিয়ার ছেলে হাসেমের বসতবাড়ি শ্মশান, নীলগঞ্জ মৌজার শরাফত আলীর মেয়ে আলেয়া বেগমের সরদার মার্কেট ও বসতবাড়ি, আব্দুর রহমান শেখের ছেলে গোলাম নবীর বসতবাড়ির চারটি স্থান, মকবুল শেখের ছেলে আকরাম শেখের বসতবাড়ির ছয়টি স্থান, আব্দুর রহমানের বসতবাড়ির পাঁচটি স্থান, শেখ কালুর মেয়ে আনোয়ারার বসতবাড়ির চারটি অংশ, আব্দুর রশিদের ছেলে রেজানুজ্জামান রেজার বসতবাড়ির তিনটি অংশ, নীলগঞ্জ তাঁতীপাড়ার চাঁদ আলরি ছেলে শওকত আলীর বাড়ির দু’টি অংশ, মোজাম্মেল শেখের ছেলে অহিদুর রহমানের বাড়ির তিনটি অংশ, গোলাম মোল্লার ছেলে রফিকুল ইসলামের বাড়ির চারটি অংশ, ফজলে করিম মোল্লার ছেরে নবিবুর রহমানের বসত বাড়ির আংশিক অংশ, আজগর আলীর ছেলে মিরাজের বসতবাড়ি, আতাউর রহমানের ছেলে সোহেল রানার বসতবাড়ি, আমিরুল ইসলামের মেয়ে বসতবাড়ির দু’টি অংশ, চিত্তরঞ্জন ঘোষের ছেলে লিটন ঘোষের মিষ্টির দোকান, ঘোপ মৌজার কাঠেরপুলের আহম্মেদ আলীর ছেলে রাজুর টি স্টল, আবুল কাশেমের ছেলে আবু বক্কারের বক্কার পোল্ট্রি হাউজ, মৃত কলিম উদ্দীন সরদারের ছেলে আকবরের মাটির খেলনা ঘর, আমিন গাজীর ছেলে রফিকুল ইসলামের টি স্টল, শফি ও তৈয়ব আলীর মাংসের দোকান গত ২৩ ডিসেম্বর থেকেে এস্কেভেটর দিয়ে পর্যায়ক্রমে উচ্ছেদ করে পানি উন্নয় বোর্ড-পাউবো

অনুসন্ধানে দেখা গেছে, তালিকাভুক্ত দখলদারদের দখলে পানি উন্নয়ন বোর্ডের ২৫ হাজার ৬শ’ ৪৩ বর্গফুট জায়গা রয়েছে। যা শতকে করলে ৫৮.৮ শতক হয়।

পর্যায়ক্রমে ভৈরব নদের অন্যান্য অংশের অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

আরো সংবাদ