আজ - বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:১৯

শেখহাটিতে ৩০০ পরিবারে উপজেলা ছাত্রলীগনেতা মুমেলের মানবিক সহায়তা।

যশোর প্রতিনিধি।। যশোর সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মুমেল হোসেন সদর উপজেলার শেখহাটি গ্রামে কর্মহীন ৩০০টি পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন৷ সম্মিলিত সহযোগীতায় উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে মুমেল হোসেন কর্মহীন প্রতিটি পরিবারে ৫ কেজি চাল, ৫০০ গ্রাম তেল,ডাল, ২ কেজি আলু ও ২ টি করে সাবান বিতরণ করেছেন।

আজ শুক্রবার বিকাল ৪ টায় শেখহাটি বাবলা তলাস্থ আঞ্চলিক ছাত্রলীগ কার্যালয়ের সামনে খাদ্যসামগ্রী বিতরণ কার্যের উদ্বোধন করেন মুমেল হোসেন। এবং পরে নেতাকর্মী বৃন্দ বাড়ীতে বাড়ীতে গিয়ে খাবার পৌঁছে দিয়েছেন।

খাদ্য সামগ্রী বিতরণ উদ্বোধন করছেন নেতৃবৃন্দ।

শেখহাটি বাবলা তলা, যশোর সরকারী কলেজপাড়া, খাঁ পাড়া, তমালতলা, দক্ষিন পাড়া, মেঠো পাড়া, তরফ নোওয়াপাড়া ও আদর্শ পাড়ায় এ সকল খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ দিকে করোনা পরিস্থিতির কারণে সাধারন ছুটি বর্ধিত করে ২৫ এপ্রিল পর্যন্ত করেছেন সরকার । যার ফলে সব থেকে বেশি বিপাকে পড়েছেন মধ্যবিত্তরা। এছাড়াও নিম্নমধ্যবিত্ত, দিনমজুর, শ্রমিক সহ নানা শ্রেণী পেশার মানুষ কর্মহীন হয়ে ঘরে অবস্থান করছেন।

বিতরণের জন্য প্রস্তুত খাদ্যসামগ্রী

মুমেল হোসেন বলেন, যারা চাইতে পারছে তাঁরা পাচ্ছে কিন্তু আমাদের সমাজে একটি শ্রেনীর মানুষ বসবাস করেন যাদের আমরা বলি মধ্যবিত্ত। এই মধ্যবিত্ত মানুষ গুলি না পারে চাইতে না পারে সইতে। তাঁদের দিকটি বিশেষ বিবেচনায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করছি। আশা করছি কেউ বাদ পড়বে না তবুও যদি কেউ বাদ পড়ে যায় আমাকে জানালে সব ধরনের গোপনীয়তা রক্ষা করে আমি তাঁর বাড়ীতে খাবার পৌঁছে দিবো।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা গোলাম মোহাম্মদ, ৪ নং নওয়াপাড়া ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক রোস্তম আলী মুকুল, যুবলীগ নেতা আল নাবিল সনি, সাইদুর রহমান নয়ন, জাহাঙ্গীর আলম শান্ত, ফারুখ হোসেন। ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সালাহ্উদ্দীন সাগর, সহ-সভাপতি রাব্বি হোসেন, ছাত্রনেতা সুমন, হাসিবুল, লিটু হোসেন, হৃদয় প্রমুখ।

আরো সংবাদ