আজ - শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:৫৪

শেষ হলো ২৪ পৌরসভা নির্বাচন,চলছে গণনা

শেষ হলো ২৪টি পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে টানা ভোটগ্রহণ। এখন চলছে ভোট গণনা। ২৪টি পৌরসভাতেই ভোট নেওয়া হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে)।

নির্বাচন সংশ্লিষ্টরা আশা করছেন, ইভিএমে ভোটগ্রহণ হওয়ায় মেয়র পদে কারা জিতলেন, সেই ফল পেতে খুব বেশি দেরি হবে না। তবে কাউন্সিলরদের ফল পেতে কিছুটা দেরি হতে পারে। প্রাথমিকভাবে নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, বেশির ভাগ পৌরসভায় ভোটার উপস্থিতি ভালো ছিল।

২৪টি পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ নিয়ে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিচ্ছিন্নভাবে কিছু কেন্দ্র গোলযোগের ঘটনা ঘটেছে। পঞ্চগড়ে রিটার্নিং কর্মকর্তার গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। সেখানে আহত হয়েছেন এক পুলিশ সদস্য। সীতাকুণ্ড পৌরসভায় ভোটগ্রহণের শুরুতেই একটি কেন্দ্রে গোলযোগ হয়। এ কারণে ২৫ মিনিটের মতো ভোটগ্রহণ বন্ধ ছিল। পাবনার চাটমোহর পৌরসভার মেয়রপদে প্রতিদ্বন্দ্বী দুই স্বতন্ত্র প্রার্থী বেলা ১২টার দিকে নির্বাচন থেকে সরে দাঁড়ান। অনিয়মের অভিযোগ তুলে সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপি প্রার্থী ও খুলনার চালনার বিএনপি প্রার্থী ভোট বর্জন করেছেন।

এদিকে ঢাকার ধামরাই পৌরসভা নির্বাচনের ভোটের খবর সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জহির রায়হান। প্রিসাইডিং কর্মকর্তা নিজেই ঘটান এই ঘটনা।

পরিবেশ শান্তিপূর্ণ থাকলেও কোনো কোনো পৌরসভার ভোট নিয়ে ভোটারদের কাছ থেকে বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে। বিশেষ করে আঙুলের ছাপ না মেলা, বেশি সময় লাইনে দাঁড়িয়ে থাকা, সরকারদলীয় মেয়রপ্রার্থীকে ভোট দিতে বাধ্য করা, নৌকা প্রতীকের ব্যাজধারীরা মেয়রপদের ভোট, ভোটারকে দিতে না দিয়ে নিজেরাই দিয়ে দেওয়া, শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরবতা পালন উল্লেখযোগ্য।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত