আজ - মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৯:০৫

শ্লীলতাহানীর অভিযোগে ৪ পুলিশ বিরুদ্ধে মামলা।

চিকিৎসায় বাধা ও নারীর শ্লীলতাহানীর অভিযোগে ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে খুলনার আদালতে মামলা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) খুলনার মহানগর হাকিমের আদালতে মামলাটি দায়ের করেন পূর্ব বানিয়াখামার এলাকার বাসিন্দা আসমা বেগম। আদালতের বিচারক মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ২৪ মার্চ তদন্ত প্রতিবেদন জমার তারিখ নির্ধারণ করা হয়েছে। আসামিরা হলেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল প্রিজন সেলের এসআই বিভূতি ভূষণ ভৌমিক, কনস্টেবল হিরো আহমেদ, কনস্টেবল সাহাব্বার ও কনস্টেবল সজল। মামলার আবেদনে বাদী উল্লেখ করেন, গত ১৩ ডিসেম্বর রাতে তার ভাগ্নি জামাই হাসানুজ্জামান আকাশ নগরীর মিয়াপাড়া বন্ধনের মোড়ে সন্ত্রাসীর গুলিতে আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল, পরদিন ১৪ ডিসেম্বর দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কোনো মামলা না থাকার পরও হাসপাতালের দায়িত্বে থাকা এস আই বিভূতী ভূষণ আহত আকাশকে প্রিজন সেলে হস্তান্তর করে। সেখানে তাকে যথাযথ চিকিৎসা দেয়া হয়নি। গত ১৫ ডিসেম্বর অবস্থার অবনতি হলে চিকিৎসকরা দ্রুত তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরিবারের পক্ষ থেকে প্রিজন সেলে রেখে আকাশকে চিকিৎসা না দেওয়ার কারণ জানতে চাইলে এস আই বিভূতি ভূষণ ও কনস্টেবল সজল আসমা বেগমকে কথা কাটাকাটির একপর্যায়ে শারীরিকভাবে লাঞ্ছিত এবং শ্লীলতাহানি ঘটায়। ভুক্তভোগীরা এর প্রতিবাদ করলে পুলিশ সদস্যরা আসমা বেগমকে লাঠি দিয়ে পেটায়। এতে তার মাথা ফেটে যায়, পরবর্তীতে মাথায় ৩টি সেলাই দেওয়া হয়। ভুক্তভোগীর আইনজীবী বি এম ফারুক খুলনা মহানগর হাকিম মো. ফরিদুজ্জামান মামলাটি গ্রহণ করেছেন। যার সিআর নং-১২৯১/২৪। তিনি ঘটনাটির সুষ্ঠু তদন্তের জন্য খুলনা পিবিআইকে নির্দেশ দিয়েছেন

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত