আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১১:৪৬

সংসদ সদস্য ঘোষণা করে শাহীন চাকলাদারের গেজেট প্রকাশ

(১৯৭২ সালের রাষ্ট্রপতির আদেশ নং-১৫৫)-এর অনুচ্ছেদ ৩৯ এর দফা (৪) অনুসারে বাংলাদেশ নির্বাচন কমিশন জাতীয় সংসদের ৯০ যশোর-৬ আসনের নির্বাচনি এলাকা হইতে জাতীয় সংসদ সদস্য হিসাবে নির্বাচিত উপ-নির্বাচনে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে সংসদ সদস্য পদে বিজয়ী হিসেবে গেজেট প্রকাশ করেছে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর স্বাক্ষরিত গতকাল এই গেজেট প্রকাশ করা হয়।

চলতি বছরের ২১ জানুয়ারি সংসদ সদস্য ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের মৃত্যু হলে আসনটি শূন্য হয়। এরপর বিজ্ঞপ্তি জারি করে উপ-নির্বাচনের তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ২৯ মার্চ নির্বাচনের তারিখ নির্ধারিত থাকলেও তার এক সপ্তাহ আগে করোনার কারণে ২২ মার্চ ওই নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, করোনা পরিস্থিতির মধ্যে সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য ১৪ জুলাই অনুষ্ঠিত হয় যশোর-৬ কেশবপুর আসনের উপনির্বাচন। এ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী যশোর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার ১ লাখ ২৪ হাজার ৩ ভোট পেয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবুল হোসেন আজাদ ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ১২ ভোট। অপর প্রার্থী জাতীয় পার্টির হাবিবুর রহমান লাঙল প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৬৭৮ ভোট।

আরো সংবাদ