আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - রাত ১০:১১

সড়ক দুর্ঘটনা রোধে অবদান রাখায় সাংবাদিক শহিদ জয় কে সাসসের পক্ষ্যে সংবর্ধিত।

সড়ক ও মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতা সৃষ্টির উদ্যোগের স্বীকৃতি হিসেবে সম্মাননা পেয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি রাতদিন নিউজের উপদেষ্টা মন্ডলীর সদস্য শহিদ জয়।

বুধবার দুপুরে যশোর শহরতলীর খোলাডাঙ্গা আল ইমান নুরানিয়া হাফিজিয়া মাদরাসায় সামাজিক সচেতন সংস্থা (সাসস)-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এতিম শিক্ষার্থীদের সম্মানে আয়োজিত প্রীতিভোজ অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাসসের জেলা শাখার সভাপতি হাবিবুর রহমান। উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক আশরাফুল আজাদ, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাসসের প্রতিষ্ঠাতা পরিচালক পুলিশ কর্মকর্তা মফিজুল ইসলাম, জেলা শাখার প্রধান উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মীর মঈন মুসা, স্থানীয় মসজিদের ইমাম আমিনুর রহমানসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

অনুষ্ঠানে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেষে সড়ক দুর্ঘটনা বিষয়ে সামাজিক সচেতনতা তৈরিতে বিশেষ অবদানের জন্য শহিদ জয়কে ক্রেস্ট প্রদান করা হয়। পরে প্রতিষ্ঠানটির ৪০ জন এতিম শিক্ষার্থীর জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

উল্লেখ্য, সাংবাদিক শহিদ জয় দীর্ঘদিন ধরে খুলনা বিভাগসহ বিভিন্ন জেলায় সড়ক ও মহাসড়কের মাইলফলক, সিগন্যাল ও সাইনবোর্ডসহ গুরুত্বপূর্ণ বোর্ড পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে সামাজিক উদ্যোগে কাজ করে আসছেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->