আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - দুপুর ১:০১

সবকিছু বন্ধ বন্দরে চলবে অক্সিজেন আমদানি

শার্শা উপজেলা প্রতিনিধি : ঈদের বন্ধের মধ্যেও বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে চালু থাকবে জরুরি সেবার অংশ হিসেবে অক্সিজেন আমদানি। গতকাল সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টম হাউজের উপকমিশনার অনুপম চাকমা।

তিনি জানান, ঈদুল আজহা উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল বন্দর চার দিন বন্ধ থাকবে। তবে দেশে মহামারি করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় অক্সিজেনের চাহিদাও বেড়েছে। এ জন্য দেশে অক্সিজেনের চাহিদা মেটাতে বন্ধের মধ্যেও অক্সিজেন আমদানি সচল থাকবে।

এ ছাড়া আমদানিকারকরা যাতে অক্সিজেন দ্রুত খালাস নিতে পারেন, সে জন্য কাস্টম কর্মকর্তাদের দুটি টিম প্রস্তুত রাখা হয়েছে।

বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার জানান, ঈদের ছুটির মধ্যেও যেসব আমদানিকারকরা অক্সিজেনসহ জরুরি পণ্য আমদানি করে থাকেন, তারা চাইলে এসব পণ্য ঈদের বন্ধের মধ্যেও আমদানি ও বন্দর থেকে খালাস করতে পারবেন। এসব পণ্য যাতে দ্রুত খালাস নিতে পারেন, সে জন্য আমদানিকারকদের সহযোগিতা করা হবে বলে জানান তিনি।

আরো সংবাদ