আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:০১

সব ধর্মের মানুষের মিলিত রক্তস্রোতের বিনিময়ে বাংলাদেশের জন্ম হয়েছিল : শাহীন চাকলাদার

নিজস্ব প্রতিবেদক ॥ যশোর-৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, বাংলাদেশ ঐতিহ্যগতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে ধর্মবর্ণ নির্বিশেষে আবহমানকাল ধরে সব মানুষ মিলেমিশে বসবাস করে আসছেন। যা পৃথিবীতে বিরল। বুধবার সন্ধ্যায় এমপি শাহীন চাকলাদারের যশোর শহরের কাজীপাড়া কাঁঠালতলাস্থ ব্যক্তিগত কার্যালয়ে যশোরের খ্রিস্টধর্মের অনুসারীদের ‘বড়দিন’ উপলক্ষে বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন যশোর জেলা শাখার নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

শাহীন চাকলাদার আরো বলেন, সাম্প্রদায়িকতার বিষবাষ্পকে চিরতরে বিদায় করার লক্ষ্যেই সাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা পাকিস্তান থেকে আমরা বেরিয়ে এসেছিলাম। ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সব ধর্মের মানুষ স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়। মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দুসহ সব ধর্মের মানুষের মিলিত রক্তস্রোতের বিনিময়ে বাংলাদেশের জন্ম হয়েছিল। লালসূর্য খঁচিত সবুজ পতাকার জন্ম হয়েছে। তাই এই দেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন অসাম্প্রদায়িক মানুষ। তার নেতৃত্বে আমরা কিভাবে অসাম্প্রদায়িকতাকে লালন করতে হয় সেটা শিখেছি। তাই কোনো ব্যক্তি বিশেষ বা কোনো গোষ্ঠীর কারণে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট যাতে না হয় সেই লক্ষ্যে সবাইকে আরো ঐক্যবদ্ধ থাকতে হবে। সেইসাথে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে সবাইকে এক হয়ে কাজ করার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল, বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত বিশ^াস, সাংগঠনিক সম্পাদক গ্যাগরি সরদার, সদস্য স্ট্যাক্যাল তরফদার, জেসমিন মন্ডল, দিপক মন্ডল, রতন বারই, শিশির মৃধা, পালক জন, বিভুদান মন্ডলসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। মতবিনিময় শেষে এমপি শাহীন চাকলাদার খ্রিস্টান ধর্মের অনুসারীদের বড়দিনের শুভেচ্ছাসহ নেতৃবৃন্দকে সাথে নিয়ে কেক কাটেন।

আরো সংবাদ