যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন চাকলাদার বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর আইন করে তার বিচার বন্ধ করে রাখেন জিয়াউর রহমান। আর এদেশের মানুষ যাতে বঙ্গবন্ধুকে স্মরণ করতে না পারে এজন্য দাগি সন্ত্রাসীদের নিয়ে ফ্রিডম পার্টি গঠন করে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ মঙ্গলবার যশোর সদর উপজেলার চুয়াড়মনকাটি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে শাহীন চাকলাদার এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ২১ বছর ধরে তাদের নির্যাতন সহ্য করে আমরা বঙ্গবন্ধু হত্যার বিচারের জন্য রাজপথে ছিলাম। তারা আমাদের দোয়া মাহফিলের খিচুড়ির ডেগ লাথি মেরে ফেলে দিয়েছে। আজ সময় বদলে গেছে। তবে তাদের চক্রান্ত এখনো অব্যাহত রয়েছে।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা শেষে শাহীন চাকলাদার সাধারণ মানুষের মধ্যে মানবভোজ বিতরণ করেন। এর আগে যশোর পৌরসভার ৮নং ওয়ার্ডে দলীয় নেতাকর্মীদের আয়োজনে দোয়া মাহফিলের অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন শাহীন চাকলাদার।
এসময় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা একেএম খয়রাত হোসেন, সাংগঠনকি সম্পাদক মীর জহুরুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক শেখ রোকেয়া পারভীন ডলি, প্রচার সম্পাদক মাহমুদ হাসান বিপু, উপ-প্রচার সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, সদস্য শাহারুল ইসলাম, যশোর পৌরসভার কাউন্সিলর মোস্তাফিজুর রহমান মোস্তা, চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্না, হৈবতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, আওয়ামী লীগের প্রবীণ নেতা কালু বিশ্বাস, যশোর শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী শহিদুল হক শাহিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ইউসুফ শাহিদ, যশোর পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাহান কবির শিপলু, এমএম কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম, চুড়ামনকাটি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আহাদুজ্জামান নয়ন, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল প্রমুখ।