আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৭:১০

সহস্রাধীক পরিবারকে খাদ্য সহয়তা দেবে মাশরাফি।

স্টাফ রিপোর্টার।। নড়াইল-২ আসনের এমপি ক্রিকেট তারকা মাশরাফি বিন মোর্ত্তজা তার ব্যক্তিগত অর্থ দিয়ে ১২০০ হতদরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দেয়ার প্রস্তুতি নিচ্ছেন। প্রতিটি পরিবারকে দেয়া হবে ৫ কেজি চাল, ১ কেজি তেল,  ১ কেজি ডাল,  ১ কেজি আলু, ১ কেজি লবন এবং ১ টি লাইফবয় সাবান।

আজ বৃহস্পতিবার বিকেল থেকে এসব পণ্য প্যাকেটজাত করার কাজ শুরু হয়েছে।

জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৌমেন চন্দ্র বসু জানান, নড়াইল সদর এবং লোহাগড়া উপজেলায় ১২০০ দরিদ্র পরিবারকে এ খাদ্য সহায়তা দেয়া হবে।  তালিকা তৈরির কাজ চলছে।  এসব পণ্য বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হবে।

তিনি আরো জানান, এমপি মাশরাফি তার নিজস্ব তহবিল থেকে প্রাথমিক পর্যায়ে চিকিৎসক, নার্স এবং গণমাধ্যমকর্মীদের জন্য ২০০ পিপিই-এর ব্যবস্থা করেছেন এবং পরবর্তীতে আরো ৩শ পিপিই দেয়ার আশ্বাস দিয়েছেন।

আরো সংবাদ