আজ - বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:৪১

সাংবাদিকদের অবাধ স্বাধীনতা থাকবে :শাহীন চাকলাদার

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) প্রতিনিধি :
যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের অবাধ
স্বাধীনতা থাকবে। আমি নিজেই সাংবাদিক ও সম্পাদক, সাংবাদিকদের সাথে আমার নিবিড় সম্পর্ক অনেক আগে থেকে। আমার আমলে কোন সাংবাদিক অহেতুক হয়রানির স্বীকার হবেন না। সাংবাদিকদের সকল প্রকার সুবিধা-অসুবিধা দেখা হবে। কেশবপুর প্রেসক্লাবের কনফারেন্স রুমে বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোতাহার হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন ও সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা। সাংবাদিকদের মধ্য থেকে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আজিজুর
রহমান, সিনিয়র সাংবাদিক ও উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা সিরাজুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত, কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান , সাংবাদিক দিলিপ মোদক, সাংবাদিক গোলাম ফারুক বাবু, সাংবাদিক মতিয়ার রহমান প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ.কে.এম
খয়রাত হোসেন, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন, যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহারুল ইসলাম, কেশবপুর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, ঝিকগাছা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী প্রমুখ।

আরো সংবাদ