আজ - মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - বিকাল ৪:৩১

সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করতে হলে প্রেস কাউন্সিলের অনুমতি লাগবে : বিচারপতি মমতাজ উদ্দিন।

সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করতে হলে বাংলাদেশ প্রেস কাউন্সিল থেকে অনুমতি নিতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান,বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহাম্মদ।

গেল ৪ ডিসেম্বর ২০১৮ইং তারিখ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে শরীয়তপুর সার্কিট হাউজ কনফারেন্স রুমে স্হানীয় সাংবাদিকদের সাথে একমত বিনিময় সভায় তিনি এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন,বাংলাদেশ সরকার সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। কারন আমাদের জাতির পিতাও একজন সাংবাদিক ছিলেন। তিনি প্রতিষ্ঠিত করে গেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিল।

এ কাউন্সিল শুধু মাত্র সাংবাদিকদের কথা ভাবে,যে কোনো সহযোগীতা করে। শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহেরের সভাপতিত্বে আরও উপস্হিত ছিলেন,পুলিশ সুপার আব্দুল মোমেন,শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অনল কুমার দে,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট,শরীয়তপুর ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিষ্ট এ্যাসোশিয়েসনের সভাপতি রোকনুজ্জামান পারভেজ,সাধারন সম্পাদক শহিদুজ্জামান খান,প্রথম আলো প্রতিনিধি সত্যজিৎ ঘোষ,এনটিভি প্রতিনিধি আব্দুল আজিজ শিশির,বাংলা টিভির প্রতিনিধি নয়ন দাস,ডিবিসি নিউজ প্রতিনিধি বিএম ইস্রাফিল সহ জেলা প্রিন্ট,ইলেক্ট্রনিক ও অনলাইন পত্রিকার সাংবাদিক বৃন্দ।

আরো সংবাদ