আজ - সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ১২:০৩

সাতক্ষীরায় কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত ঘরবাড়ি, নৌকা ডুবে জেলে নিখোঁজ

সাতক্ষীরার উপকূলীয় শ্যামনগরে হঠাৎ কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি। বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ঝড় শুরু হয়। সেই সঙ্গে বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে। এতে উপকূলীয় রমজাননগর, কৈখালী ও মুন্সিগঞ্জ ইউনিয়নের একাংশের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

এ সময় নিখোঁজ হয়েছেন এক জেলে। নিখোঁজ জেলে কুদ্দুস গাজী (৪০) উপকূলীয় কৈখালী ইউনিয়নের পূর্ব কৈখালী গ্রামের রমজান গাজীর ছেলে।

কৈখালী ইউনিয়নের বাসিন্দা আব্দুল বারী জানান, কৈখালী পাঁচ নদীর মোহনা থেকে আকষ্মিক ঝড়ের সূত্রপাত ঘটে। এ সময় নদীতে নৌকায় মাছ ধরছিলেন কুদ্দুস গাজী। নৌকাটি নদীতে ডুবে যায়। ডুবে যাওয়া নৌকাটি পাওয়া গেছে তবে নৌকায় থাকা জেলে কুদ্দুস গাজীকে এখনো পাওয়া যায়নি।

কৈখালী বিজিবি ক্যাম্পের কমান্ডার বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তের মাদার নদীতে নিখোঁজের এই ঘটনা ঘটেছে। নিখোঁজ জেলেকে উদ্ধারের জন্য তৎপরতা চলছে।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকতার হোসেন জানান, আকষ্মিক ঝড়ে উপকূলীয় এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টি থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা সম্ভব হয়নি। তবে খবর পেয়েছি অনেক আধা পাকা, কাচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির তালিকা করা হচ্ছে।

সাতক্ষীরা আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, এটি মূলত কালবৈশাখী ঝড়। মাঝেমধ্যেই কিছু কিছু এলাকায় আকষ্মিক সৃষ্টি হয়ে আবার বিলীন হয়ে যায়।

আরো সংবাদ