অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় দুই নারীসহ চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সময় গ্রেপ্তার করা হয়েছে একজন মানব পাচারকারীকে।
গতকাল মঙ্গলবার বিকেল থেকে আজ বুধবার সকাল পর্যন্ত সাতক্ষীরার ভোমরা, তলুইগাছা ও মাদরা সীমান্তে অভিযান চালিয়ে বিজিবি তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন নড়াইল জেলার মো. আব্দুল্লাহ, রহিমা বেগম ও রুহুল কাজী, মাদারীপুরের মো. সাজিদ, যশোরের মনিরামপুরের আয়রা বেগম ও পিরোজপুর জেলার মঞ্জুর খান।
গ্রেপ্তারকৃত মানবপাচারকারী মোফাজ্জল হোসেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি গ্রামের বাসিন্দা।
বিজিবির ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল মাহমুদ জানান, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সাতক্ষীরা সীমান্তে টহল জোরদার করা হয়েছে। এ সময় ভারত থেকে অবৈধভাবে পাসপোর্ট ছাড়াই বাংলাদেশে প্রবেশের সময় ওই ছয়জনকে আটক এবং একজন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। তাদের প্রশাসনিক ব্যবস্থাপনায় শাখরা ও সোনাবাড়িয়ায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
বিজিবি কর্মকর্তা আরও জানান, এর আগে গত দুই সপ্তাহে বিজিবি সদস্যরা সাতক্ষীরা সীমান্তে আরও ৪২ জনকে আটক করেছে।