আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১:৩১

সাতক্ষীরা সীমান্ত থেকে অবৈধ অস্ত্র গোলাবারুদসহ আটক-১

২ জুলাই শনিবার বেলা ১ ঘটিকায় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ মাদরা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আহসান হাবিব এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ৯ আরবি হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার উত্তর ভাদিয়ালী নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনাকালে টহলদল ১টি বিদেশী পিস্তল, ১ রাউন্ড গুলি ১টি দেশীয় পিস্তল ১ রাউন্ড গুলিসহ মোঃ বদরুজ্জামান (৩৪) আটক করে সাতক্ষীরা বিজিবি সদস্যরা।

আটককৃত অস্ত্র ও গোলাবারুদসহ আসামী বদরুজ্জামানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কলারোয়া থানায় সোপর্দ করে সাতক্ষীরা বিজিবি।

আরো সংবাদ