আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:৫৩

সাড়ে ৭ হাজার ইয়াবাসহ বাংলাদেশ-ঘানার ৩ ফুটবলার আটক

রফিকুল হাসান।। ট্টগ্রামে সাড়ে সাত হাজার পিস ইয়াবাসহ ঘানার দুই ফুটবলারকে আটক করেছে পুলিশ। পরে তাদের দেয়া তথ্যে ঢাকা থেকে বাংলাদেশি এক ফুটবলারকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩ জানুয়ারি) রাতে চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকা থেকে ঘানার ২ জন ও শনিবার (৪ জানুয়ারি) ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে একজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- ঘানার নাগরিক ফ্রাঙ্ক, রিচার্ড ও বাংলাদেশি ফুটবলার মাসুদ। পুলিশ জানায়, ফ্রাঙ্ক ও রিচার্ড কক্সবাজার থেকে ঢাকায় ফেরার পথে এক ব্যক্তি ইয়াবার প্যাকেটটি মাসুদকে দেয়ার জন্য দেয়। দুইজনকে আটকের পর তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মাসুদকে ঢাকা থেকে আটক করা হয়। ঘানার দুই ফুটবলার বাংলাদেশের বিভিন্ন ক্লাবে ও মাসুদ বয়স ভিত্তিক দলে এবং ঢাকার বিভিন্ন ক্লাবে ফুটবল খেলতেন। ঘানার নাগরিক ফ্রাঙ্ক, রিচার্ড আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এছাড়া বাংলাদেশি ফুটবলার মাসুদকের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। বাকলিয়া থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন

আরো সংবাদ