স্টাফ রিপোর্টার।। সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে (সদর হাসপাতাল) আইসোলেশনে থাকা এক নারীর মৃত্যু হয়েছে। রোববার গভীর রাতে মারা যান তিনি।
জানা যায়, ষাটোর্ধ্ব ওই নারী গত ৪ মার্চ লন্ডন থেকে দেশে ফেরেন। আসার পর থেকেই জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। অবস্থার অবনতি হলে গত ২০ মার্চ শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন ওই নারী। তাকে আইসোলেশনে রেখেছিলেন চিকিৎসকরা। রাত ৩টায় মারা যান তিনি। আজ আইইডিসিআর-এর পক্ষ থেকে তার রক্তের নমুনা সংগ্রহের কথা ছিল।
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে কভিড চিকিৎসার জন্য আইসোলেশন ইউনিট করা হয়েছে। বর্তমানে এই হাসপাতালের আইসোলেশন ইউনিটে ৩ জন চিকিৎসাধীন রয়েছেন।
কভিড-নাইন্টিনে বাংলাদেশে এখন পর্যন্ত ২৪ জন শনাক্ত হয়েছেন।এদের মধ্য দুজন মারা গেছে বলে আইইডিসিআরের পক্ষ থেকে জানানো হয়েছে।