আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ১১:৩৫

সি এ জি এম বিদ্যালয়ের চুরি যাওয়া দশ ল্যাপটপ উদ্ধার করলেন চেয়ারম্যান আনিছুর রহমান।

নিজেস্ব প্রতিবেদক :: গত ১১ ই এপ্রিল রাতে চুরি হওয়া সি এ জি এম মাধ্যমিক বিদ্যালয়ের শেখ রাসেল কম্পিউটার ল্যাবের ১০ (দশ) টি ল্যাপটপ উদ্ধার করলেন ০৮ নম্বর দেয়াড়া মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান।

এ বিষয়ে আনিছুর রহমান খান জাহান অালী ২৪/৭ নিউজ প্রতিনিধিকে জানান, সি এ জি এম মাধ্যমিক বিদ্যালয়ের শেখ রাসেল কম্পিউটার ল্যাবের ১০ (দশ) টি ল্যাপটপ চুরি হওয়ার পর থেকে অত্র বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট শিক্ষক এবং কমিটির সদস্যগণের সাথে ইউপি সদস্যদের অনুসন্ধানে একটি নির্ভরযোগ্য সূত্র থেকে ল্যাপটপগুলি উদ্ধার করা হয়।

এসময় উদ্ধারকাজে ছিলো ইউপি সদস্য গোলাম মোস্তফা, ইউনুস আলী,সেলিম হোসেন,আমিন উদ্দিন, বিদ্যালয়ের সভাপতি জনাব তোরাব আলী, প্রধান শিক্ষক এম এ মান্নান, সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

গোবিন্দপুরের সাগর হোসেন নামের এক যুবক শেখ রাসেল ডিজিটাল ল্যাবের এই দশটি ল্যাপটপ চুরি করে নিজ বাড়িতে তার মায়ের কক্ষে বস্তাবন্দী করে রাখে।নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য পাওয়ার পর চেয়ারম্যান আনিছুর রহমান নিজে সি এ জি এম মাধ্যমিক বিদ্যালয়ের সখাপতি, প্রধান শিক্ষক ও ইউপি সদস্যদের সাথে নিয়ে ঐ শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১ কিলোমিটার দুরে সাগরের বাড়ি থেকে ল্যাপটপ গুলো উদ্ধার করে তাকে প্রশাসনের হাতে হস্তান্তর করেন।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে সাথে জড়িতদের শাস্তি নিশ্চিত করার আবেদন জানিয়েছেন এলাকাবাসী।

উল্লেখ্য কম্পিউটার শিক্ষা সম্প্রসারণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কর্মদক্ষতা এবং ভাষাগত দক্ষতা ত্বরান্বিত করার লক্ষ্যে দেশের সকল জেলার শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষায়িত এ কম্পিউটার ল্যাব স্থাপন করেছে শেখ হাসিনার সরকার।

আরো সংবাদ