আজ - শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১:৪২

সুনামগঞ্জের ছাতক থানায় হেফাজতের নেতা-কর্মীদের হামলা

সুনামগঞ্জের ছাতক থানায় ইটপাটকেল নিক্ষেপ ও উপজেলা শহরের বাজারে ভাঙচুর চালিয়েছেন হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা। এতে ৭ পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ শনিবার রাত নয়টার দিকে হামলা ও ভাঙচুরের এসব ঘটনা ঘটে। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক ‘আটক’ হয়েছেন—এমন খবর সুনামগঞ্জের ছাতক পৌর শহরে প্রচার হলে রাত নয়টার দিকে শহরে খণ্ড খণ্ড মিছিল বের করেন তাঁর অনুসারীরা। পরে মিছিলগুলো একত্র হয়ে থানার সামনে যায়। একপর্যায়ে মিছিলে অংশ নেওয়া লোকজন থানায় ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। এ সময় ইটপাটকেলের আঘাতে ৭ পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। হেফাজতের নেতা-কর্মীরা শহরের বিভিন্ন স্থানে ভাঙচুর করেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।বিজ্ঞাপন

রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ছাতক পৌর শহরে বিক্ষোভ চলছিল। এ ঘটনায় কিছু বিক্ষোভকারীও আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত