আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - ভোর ৫:১৬

সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও বন বিভাগের প্রাণান্তর চেষ্টা

২৪ ঘন্টা পার হলেও সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকায় লাগা আগুন নিয়ন্ত্রণে আসেনি। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দ্বিতীয় দিনের মত সুন্দরবনে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট সুন্দরবনের আগুনের স্থলে পৌঁছে পানি দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেছে। বনবিভাগের শতাধিক বনরক্ষী ও কর্মকর্তারাও আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।

এর আগে সোমবার সন্ধ্যা ৭ টায় দিনের আলো ফুরিয়ে গেলে অভিযান বন্ধ করে ফায়ার সার্ভিস। সোমবার দুপুরে দাসের ভারানি এলাকায় আগুন লাগে। সকাল পর্যন্ত অন্তত ৪ একর বন জুড়ে আগুন জ্বলছিল বলে জানিয়েছে এলাকাবাসি।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারি বন সংরক্ষক জয়নাল আবেদিন বলেন, দ্বিতীয় দিনের আমাদের শতাধিক স্টাফ ও কর্মকর্তা আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। ফায়ার সার্ভিসও চেষ্টা করছে। আশা করছি আজকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে পারবে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, বাগেরহাটের উপসহকারী পরিচালক মো. গোলাম সরোয়ার বলেন, সকালে ৩টি ইউনিট সুন্দরবনে এসেছি। আগুন নিয়ন্ত্রণে পানি দেওয়ার জন্য চার কিলোমিটার পাইপ বসানো হয়েছে। পানি দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেছে। আশা করছি আজকে সম্পূর্ণরুপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

আরো সংবাদ