আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:৪৪

সেরা রক্তদাতার তালিকা করতে চায় স্বেচ্ছাসেবী সংগঠন “উত্তোরণ বিডি”

খান জাহান আলী 24/7 নিউজ :: ১৪ জুন, রবিবার বিশ্ব রক্তদান দিবস ২০২০। রক্তের গ্রুপ নির্ণয়কারী বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টিনারের জন্মদিনও এই বিশেষ দিনটি। নোবেলজয়ী কার্ল আবিষ্কার করেছিলেন রক্তের চারটি গ্রুপ-এ, বি, এবি এবং ও।

সদ্য প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন “উত্তোরণ বিডি” ইতিমধ্যে খুলনা বিভাগের প্রতিটি জেলায় স্বেচ্ছায় রক্তদাতাদের তালিকা করে জরুরি মুহুতের্ রক্তের প্রয়োজন মেটাতে কাজ করছে। উত্তোরণ বিডি’র কেন্দ্রীয় কমিটির এক জরুরী মিটিংয়ে সারা দেশে রক্তের চাহিদা মেটাতে একটি মোবাইল এপস ও ওয়েব এডড্রেস তৈরি করার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি বছরে সর্বনিন্ম তিন (০৩) বার রক্তদানকারীকে বিশেষ সম্মাননা প্রদান করে সম্মানিত করার লক্ষে দেশব্যাপী সেরা রক্তদাতার তালিকা করা হচ্ছে।

আপনি “উত্তোরণ বিডির” সেরা রক্তদাতা সদস্য হিসেবে নাম লেখাতে কমেন্ট বক্সে আপনার পুর্ণনাম, রক্তের গ্রুপ,ঠিকানা এবং মোবাইল নং লেখার পর আপনাকে “সেরা রক্তদাতা” নামের একটি ম্যাসেন্জার গ্রুপে এড করা হবে যার লিংক -https://www.facebook.com/messages/t/2091201954239409

আমাদের ফেসবুক অফিসিয়াল পেইজ লিংক – https://www.facebook.com/uttoronbangladesh

আমাদের ইউটিউব লিংক -https://www.youtube.com/channel/UCYinFEUv5VrTaT8yrIW0gBg

ই-মেইল – uttoronbd19@gmail.com

আরো সংবাদ