আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৩:০২

সোনার বার ছিনতায়ের অভিযোগে, ছাত্রলীগের সভাপতি গ্রেফতার।

ফরিদপুরের মধুখালীর ঢাকা-খুলনা মহাসড়কের কামারখালী টোলঘর এলাকায় গত ১৭ ফেব্রুয়ারি সকালে সোনারবার ছিনতাইয়ের ঘটনায় বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগ সভাপতি তৌফিক খান সাদিদকে (২৫) আটক করা হয়েছে।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বালিয়াকান্দি বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক তৌফিক খান সাদিদ বালিয়াকান্দি ইলিশকোল এলাকার মান্নান খানের ছেলে। তার বাবা উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক।

সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর বলেন, গ্রেফতারকৃত উপজেলা ছাত্রলীগ সভাপতি তৌফিক খান সাদিদ এ ঘটনায় জড়িত থাকায় তাকে আটক করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত