আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৮:৫১

সোলাইমানির জানাজায় পদদলিত হয়ে ৩৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন হামলায় নিহত ইরানের কুদস ফোর্সের প্রধান কাশেম সোলাইমানির জানাজায় পদদলিত হয়ে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ইরানের কেরমান শহরে এ ঘটনা ঘটে।

ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, সোলাইমানির নিজ শহর কেরমানে জানাজায় পদদলিত হয়ে ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অপর ৪৮ জন।

একজন ইরানি স্বাস্থ্য কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, জানাজায় মানুষের অতিরিক্ত ভিড়ের কারণে পদদলিত হওয়ার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওগুলোয় শোকার্ত মানুষের আহাজারি এবং মাটিতে পড়ে যাওয়া মানুষ উদ্ধার করার চেষ্টা করতে দেখা যায়।

আজ সকালে রাষ্ট্রীয় টেলিভিশনে শোকার্ত জনসমুদ্র দেখা যায়। যেখানে প্রায় ৫ লাখ ৩০ হাজার মানুষ সমবেত হয়েছি

কাশেম সোলাইমানির কফিনের গাড়ির পাশে হাজারো মানুষ। কেরমান শহর, ইরান। ছবি: এএফপি

গত শুক্রবার ভোরে ইরাকের বাগদাদে মার্কিন ড্রোন হামলায় ইরানি জেনারেল কাশেম সোলাইমানি নিহত হয়েছেন। সোলাইমানি হত্যার ঘটনায় ইরান চরম প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয়। এর প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা হুমকি দিয়ে বলেন, ইরান হামলা চালালে দেশটির ৫২টি স্থাপনায় খুব দ্রুত ও শক্তিশালী হামলা চালানোর জন্য মার্কিন সেনারা প্রস্তুত।

আরো সংবাদ