আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৮:০৭

স্টিলের চামচ গরম করে স্ত্রীকে ছ্যাঁকা

নারায়ণগঞ্জ প্রতিনিধি নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌতুকের টাকা না দেয়ায় স্টিলের চামচ গরম করে স্ত্রীর দু’হাতে ছ্যাঁকা দিয়েছেন স্বামী। পরে ওই নারীকে ঘরে আটকে নির্যাতন চালানো হয়। এ ঘটনায় গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। রোববার ওই গৃহবধূ রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ৮ বছর আগে কুমিল্লা জেলার দুর্গাপুর এলাকার রহমানের মেয়ে ফাতেমার সঙ্গে মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে নজরুল ইসলামের বিয়ে হয়। তাদের শাহাদাত (৬) নামে একটি ছেলে আছে। বিয়ের সময় নগদ ১ লাখ ৮০ হাজার টাকা ও প্রায় ৩ লাখ টাকার মালামাল দেয়া হয়।

এরই মধ্যে নজরুল ইাসলাম মাদকাসক্ত হয়ে পড়ে। বেশ কিছুদিন ধরে মাদকাসক্ত নজরুল তার স্ত্রীর কাছে আরও ৩ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিল। যৌতুকের টাকার জন্য প্রায়ই স্ত্রীকে মারধর করত। গত শনিবার রাতে ফের যৌতুকের টাকার জন্য স্ত্রীকে চাপ দিলে সে অস্বীকৃতি জানায়। এতে মাদকাসক্ত নজরুল স্টিলের চামচ গরম করে স্ত্রীর দুই হাতে ছ্যাঁকা দেয়। পরে স্ত্রীকে ঘরে আটকে নির্যাতন চালায়।

এ সময় চিৎকার করলে আশপাশের লোকজন ফাতেমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রোববার ওই গৃহবধূ বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, এ ঘটনায় মামলা হওয়ার পর পুলিশ পাঠিয়ে নির্যাতনকারী নজরুলকে গ্রেপ্তার করা হয়েছে।

আরো সংবাদ