আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৯:৩১

স্ত্রীর মর্যাদা চাওয়ায় কুপিয়ে জখম

মাদারীপুরের কালিকাপুর এলাকায় স্ত্রীর মর্যাদা চাওয়ায় রাজিয়া (২২) নামে এক গৃহবধুকে কুপিয়ে যখম করার অভিযোগ উঠেছে স্বামী মিজানুর রহমান ও তার প্রথম স্ত্রী লাইজু বেগমের বিরুদ্ধে। সোমবার (৬ জুন) রাতে মাদারীপুর সদর উপজেলার সাবেক কালিকাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

 

 

আহত রাজিয়া (৩০) মাদারীপুর সাবেক কালিকাপুর এলাকার ফোরকার হাওলাদারের মেয়ে। এদিকে অভিযুক্ত মিজানুর রহমান পশ্চিম রঘুরামপুর এলাকার আব্দুল আলিম ফকিরের ছেলে ও লাইজু বেগম মিজানুর রহমানের স্ত্রী।

 

 

আহত রাজিয়া বলেন, আমার স্বামী মিজানুর রহমান আগের বিয়ে গোপন করে আমাকে বিয়ে করে। পরে আমি ঘটনা জানতে পারলে স্ত্রীর মর্যাদা চাই। এই নিয়ে মিজানুর ও তার স্ত্রী লাইজু আমাকে হত্যার উদ্দেশ্যে ছেন দিয়ে মাথায় আঘাত করে গুরুতর যখম করে। আমি এর বিচার চাই।

 

এই ব্যাপারে অভিযুক্ত মিজানুর রহমানকে কল করলে তার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া গেছে।

 

 

এ ব্যাপারে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, আমরা এই ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। এই ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আরো সংবাদ