আজ - মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সন্ধ্যা ৭:৩৯

স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িকে বাসের ধাক্কা! মন্ত্রী অক্ষত।

হাসনাত জামিলঃ রাজধানীর শেরেবাংলা নগর কলেজগেট এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে বহনকারী গাড়িকে ধাক্কা দিয়েছে নিউ ভিশন পরিবহনের একটি বাস। দুর্ঘটনায় অক্ষত আছেন মন্ত্রী।

পুলিশ বাসটি জব্দ ও চালক ইব্রাহীম খলিল ইমনকে (২২) আটক করেছে।

শুক্রবার (১১ আগস্ট) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। শেরেবাংলা নগর থানার ডিউটি অফিসার (এসআই) ইয়াদুল হক বিষয়টি নিশ্চিত করে খানজাহান আলী 24.com কে বলেন, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে, বাসের হেলপার মানিককেও আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, স্বরাষ্ট্রমন্ত্রী শেরেবাংলা নগর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে একজন রোগী দেখে বেরিয়ে যাওয়ার সময় পেছন থেকে নিউ ভিশন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১১-৭৪৭৫) পেছন থেকে ধাক্কা দেয়।

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন থামতে না থামতেই এবার খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িকে পড়তে হলো রাজধানীর বেপরোয়া বাসের কবলে।

আরো সংবাদ