আজ - শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ৪:০৯

স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বামপন্থী ছাত্রসংগঠনগুলো

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর বিচার ও শুক্রবার মশাল মিছিল থেকে গ্রেফতাকৃত সাত বন্দির মুক্তির দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাত্রা করেছে বামপন্থী ছাত্রসংগঠনগুলো।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বামপন্থী ছাত্রসংগঠনগুলো 
স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাত্রা।

সোমবার বেলা ১২ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে আয়োজিত এক সমাবেশ শেষে এ যাত্রা শুরু করেন তারা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বামপন্থী ছাত্রসংগঠনগুলো 
সচিবালয় মোড়ে পুলিশের বাধার সম্মুখীন হয় ছাত্রসংগঠনগুলো।

মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্ত্বর ও হাইকোর্ট মোড় প্রদক্ষিণ করে সচিবালয় অভিমুখের রাস্তায় পুলিশি বাধা অতিক্রম করে। পরে মিছিলটি সচিবালয় মোড়ে আবারও বাধার সম্মুখীন হয় এবং সেখানে অবস্থান করে তাদের কর্মসূচি পালন করছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত