আজ - রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ১০:০৮

সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ কমিটি- শাজাহানকে প্রধান করায় সংসদে বিতর্ক।

রাহিম আজিমুল: সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ কমিটির প্রধান করায় জাতীয় সংসদে বিতর্ক ছড়িয়েছে। শাজাহান খানকে বিতর্কিত দাবি করে কমিটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম। আর এতে ক্ষুব্ধ সাবেক নৌপরিবহন মন্ত্রী।

সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণের সুপারিশ দিতে সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে প্রধান করে ১৫ সদস্যের কমিটি করা হয় রোববার।

একদিন পরেই সরকারের এ সিদ্ধান্ত নিয়ে সংসদ অধিবেশনে প্রশ্ন তোলে বিরোধী দল। প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নে জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম জানতে চান, বিতর্কিত ব্যক্তিকে নিয়ে দুর্ঘটনা প্রতিরোধ কমিটি কতটুকু কার্যকর হবে।

তবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সড়ক পরিবহন আইন বাস্তবায়নে সহায়তা করতেই এ কমিটি করা হয়েছে। আর শাজাহান খানকে কমিটির প্রধান করা নিয়ে সড়ক নিরাপত্তা কাউন্সিলের কোনো সদস্য আপত্তি করেননি।

অন্যদিকে, অধিবেশনে ৭২৪ বিধিতে এ বিষয়ে কৈফিয়ত দেন শাজাহান খান। তিনি আবারও দাবি করেন, দুর্ঘটনার জন্য কেবল চালকই দায়ী এমন বক্তব্য ঠিক নয়।

ফখরুল ইমামের বক্তব্য প্রত্যাহারের দাবিটি অধিবেশনে দুবার তোলেন শাজাহান খান। এটি বিবেচনার আশ্বাস দেন স্পিকার।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত