আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৮:৪৩

হঠাৎ কেনো বাস চলাচল বন্ধ কুড়িগ্রামে-যাত্রীদের প্রশ্ন

 

কুড়িগ্রাম মটর মালিক সমিতির সম্মতি ছাড়াই রংপুরের মতই কুড়িগ্রাম বাস টার্মিনাল থেকে দ্বিতীয় দিনের মত আজো চলেনাই কোনো বাস-মিনিবাস,ট্রাক এতে করে চরম দুর্ভোগে কুড়িগ্রামের সাধারন যাত্রী সহ চাকুরীজীবী গন।

 

“আমাদের পক্ষ থেকে ধর্মঘটের সমর্থনে কোনো নির্দেশনা নেই। তবে রংপুরের ডাকা ধর্মঘটে আমাদের জেলার মোটর মালিকেরা গাড়ি চালাবেন কি না, সে সিদ্ধান্ত মালিকদের নিজের”
মো. লুৎফর রহমান বকসি, সাধারণ সম্পাদক, কুড়িগ্রাম জেলা মোটর মালিক সমিতি।

রংপুর মটর মালিক সমিতির সভাপতি হঠাৎ জানান আজ শুক্রবার ২৮/১০/২০২২ ইং তারিখ ভোর থেকে ২৯/১০/২০২২ ইং তারিখ সন্ধ্যা পর্যন্ত রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে চলবেনা বাস-মিনিবাস,ট্রাক।এতে করে কুড়িগ্রাম থেকে রংপুর সহ বিভিন্ন স্থানে যাতায়াত করতে বাড়তি টাকা ভাড়া দিতে হচ্ছে সাধারন যাত্রীদের।রংপুর জেলা মটর মালিক সমিতির সভাপতি বলেন“ হাইকোর্ট এর আদেশ অমান্য করে মহাসড়কে চলছে থ্রি-হুইলার,নছিমন,করিমন সহ লাইসেন্স ছাড়া ও অবৈধ যানবাহন বন্ধে প্রশাসনিক হয়রানির প্রতিবাদে এ ধর্মঘটের ঢাক দেন মটর মালিক সমিতি।

কুড়িগ্রাম কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থানরত কিছু যাত্রীদের সাথে কথা হয় দৈনিক ক্রাইম তালাশের সাথে যাত্রীগন বলেন হঠাৎ কেনো এ ধর্মঘট এত দিন কেনো তারা ধর্মঘট করে নাই এখন কেনো সাধারন যাত্রীদের কষ্ট করতে হবে কেনো বাড়তি ভাড়া দেয়ার পরো কষ্ট করে যাতায়াত করতে হবে।কিছু যত্রীর প্রশ্ন এটাই যে বাস মালিক সমিতির ডাকা ধর্মঘটে বি আর টি সি বাস বন্ধ কেনো,কেনো রংপুরের বি এন পির সমাবেশের দিন এবং আগের দিনে বাস বন্ধ থাকবে এরকমি প্রশ্ন কুড়িগ্রামে ভোগান্তিতে থাকা যাত্রীদের।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত