আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৪:১৬

হবিগঞ্জে আ’গু’নে পু’ড়ে পুলিশের এক কনস্টেবল নি’হ’ত

হবিগঞ্জে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে ট্রাফিক পুলিশের এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। কনস্টেবলের নাম রুবেল আহমদ (৩২) ।
মঙ্গলবার ভোরে হবিগঞ্জ শহরের দু’নম্বর পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রুবেল আহমদ জেলা ট্রাফিক পুলিশ অফিসে কর্মরত ছিলেন। তিনি সিলেটের জৈন্তাপুরের আসামপাড়া এলাকার বাসিন্দা আব্দুল মালেকের পুত্র।
হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক সাকরিয়া হায়দার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আরও একজন আহত হন। তাকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকা-ের কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে গভীর রাত পর্যন্ত বিশ^কাপ ফুটবল খেলা দেখে তিনি ঘুমিয়েছিলেন।
স্থানীয়রা জানান, রুবেলসহ কয়েকজন শহরের ২নম্বর পুল এলাকায় সিরাজ উদ্দিন খানের বাড়িতে মেস ভাড়া নিয়ে থাকতেন।
ভোরে স্থানীয় বাসিন্দারা হঠাৎ ওই ঘরে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। বাসা থেকে আগুনে দগ্ধ রুবেল মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

আরো সংবাদ