আজ - সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - সকাল ৮:১৭

‘হামলার ভিডিও চিত্র ও ছবি দেখে জড়িতদের শনাক্ত করা হবে’

পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ ব্রাহ্মণবাড়িয়ার ক্ষতিগ্রস্থ বিভিন্ন এলাকা ও স্থাপনা পরিদর্শন শেষে বলেন, হামলার ভিডিও চিত্র ও ছবি দেখে জড়িতদের শনাক্ত করা হবে।

আজ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার সার্কিট হাউজে আইজিপি বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৫৭৪টি মাদ্রাসা রয়েছে। এই মাদ্রাসাগুলো ইসলাম শিক্ষার জন্য প্রতিষ্ঠা করা হয়েছে। এসব মাদ্রাসায় গরীব শিশুরা লেখা পড়া করে। তাদেরকে একটি শ্রেণি ব্যবহার করছে যা অত্যন্ত অমানবিক।

ড. বেনজীর আহমেদ বলেন, ইসলাম মানেই শান্তি। এই ইসলামের নামে তারা ভূমি অফিস, রেল স্টেশন জ্বালিয়ে দিয়েছে, রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করেছে। যার মালিক জনগণ।

তিনি প্রশ্ন রেখে বলেন, তাহলে আপনারা কী রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন? আইজিপি ব্রাহ্মণবাড়িয়াবাসীকে আশ্বাস দিয়ে বলেন, আপনারা একা নন। ১৮ কোটি মানুষ, রাষ্ট্র ও পুলিশ আপনাদের সঙ্গে রয়েছে। আমরা অন্যায়কারীদের বর্দাস্ত করব না।।

আরো সংবাদ