আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ২:০৭

১ জানুয়ারি যশোর সম্মিলনী স্কুলের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী

স্টাফ রিপোর্টার ॥ যশোর সম্মিলনী ইনস্টিটিউশনের প্রাক্তন ছাত্র পরিষদ আগামী ১ জানুয়ারি-২০২১ তারিখে পুনর্মিলন অনুষ্ঠানের আয়োজন করেছে। মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে স্বাস্থ্যবিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে এবার অনুষ্ঠানটি পালন করা হবে। অনুষ্ঠানটি সফল করার জন্য প্রাক্তন ছাত্র পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম স্কুলের সকল ব্যাচের প্রাক্তন ছাত্রদের অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন। ইতোমধ্যে নাম তালিকাভুক্তকরণ শুরু হয়েছে। আগামী ২৯ ডিসেম্বর-২০২০ তারিখ পর্যন্ত নাম নিবন্ধন করা যাবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সম্মিলনী স্কুল প্রাঙ্গনে জনপ্রতি ৩০০ (তিনশত) টাকা দিয়ে নাম নিবন্ধন করা যাবে। যোগাযোগ প্রাক্তন ছাত্র পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য স্বপন কুমার গাঙ্গুলি, মোবাইল ফোন : ০১৯২৫৮২৮৬৪০ ও মফিজুর রহমান হিমু, মোবাইল ফোন : ০১৭৯৩৩৫৩৩৫৫

আরো সংবাদ