আজ - শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ২:২৭

৩৬০ পরিবারকে মানবিক সহায়তা দিল আরবপুরের চেয়ারম্যান ও বিত্তশালীরা।

স্টাফ রিপোর্টার।। করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম ও স্থানীয় বিত্তশালীরা মানবিক সহায়তা হিসেবে নিত্য প্রয়োজনীয় খাদ্রসামগ্রী ও ফলমূল বিতরণ করেছেন।

বড় ভেকুটিয়ায় মানবিক সহায়তা দিচ্ছেন চেয়ারম্যান শাহারুল ইসলাম।

মঙ্গলবার (৩১ মার্চ) আরবপুর ইউনিয়নের পৃথক পৃথক স্থানে চাঁদপুর, পাকদিয়া, বাঁশবাড়িয়া, বড় ভেকুটিয়ার ৩৬০ টি দিনমজুর ও নিম্ন আয়ের পরিবার সমূহের মধ্যে চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবণ, তেল ২ টি করে সাবান ও রাজা বাবুর বাগানের সৌজন্যে পেয়ারা বিতরণ করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম।

এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য আলতাফ হোসেন, ইন্তাজুল ইসলাম,আবদার,আমিরুল, মুতালেব, আশরাফুল আলম এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক ঝন্টু প্রমুখ।

প্রসঙ্গত, বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩৩ হাজার ৯৬৬ জন মারা গেছেন। এখন পর্যন্ত এ ভাইরাস শনাক্ত হয়েছে ৭ লাখ ২১ হাজার ৯৫৬ জনের শরীরে।

আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১ লাখ ৫১ হাজার ৩১২ জন। বর্তমানে চিকিৎসাধীন ৫ লাখ ৩৬ হাজার ৬৭৮ জন। এদের মধ্যে ৫ লাখ ৯ হাজার ৮৮৯ জনের অবস্থা স্থিতিশীল এবং ২৬ হাজার ৭৮৯ জনের অবস্থা গুরুতর।

এখন পর্যন্ত এ ভাইরাস সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ ভাইরাস শনাক্ত হয়েছে ১ লাখ ৪২ হাজার ৪৭ জনের শরীরে। সেখানে মারা গেছেন ২ হাজার ৪৮৪ জন।
আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকলেও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ইতালিতে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৯৭ হাজার ৬৮৯ জন। সেখানে মারা গেছেন ১০ হাজার ৭৭৯ জন।

ভাইরাসটির উৎপত্তিস্থল চীনে এ ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৪৩৯ জন এবং মারা গেছেন ৩ হাজার ৩০০ জন।
বাংলাদেশে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ৫১ জনের শরীরে। এদের মধ্যে মারা গেছেন পাঁচজন এবং সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৯ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২৮ জন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত