আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৯:২২

৪৮ ঘন্টার মধ্যে সন্তোষজনক জবাব না পেলে সাংগঠনিক ব্যবস্থা নেবে যুবলীগ

মুঠোফোনে ইছালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গালিগালাজ ও হত্যার হুমকি দেওয়ার ঘটনায় যশোর সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম মাজহারের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে যুবলীগ।
বৃহস্পতিবার ৮ এপ্রিল সংগঠনটির কেন্দ্রীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশনায় যশোর জেলা যুবলীগের প্যাডে সংগঠনটির সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু স্বাক্ষরিত একটি কারণ দর্শানোর নোটিশ মাজহারুলের কাছে পাঠানো হয়েছে।
নোটিশে বিতর্কিত কর্মকান্ডে সমালোচিত যুবলীগ নেতা মাজহারকে ‘৪৮ ঘন্টার মধ্যে মোবাইল ফোনে প্রধান শিক্ষককে হুমকির কথোপকথনের ভাইরাল অডিও’ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ০৪/০৪/২০২২ ইং তারিখে ইছালি মাধ্যমিক বিদ্যালয়ের সন্মানীয় প্রধান শিক্ষককে অকথ্য ভাষা ব্যাবহারের অডিও বার্তা সামাজিক মাধ্যম,স্হানীয় ও জাতীয় পত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হইয়াছে,যাহা বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর দায়িত্ব প্রাপ্ত নেতা এটা করতে পারে না। যা দলীয় শৃঙ্খলা লঙ্ঘন ও গঠনতন্ত্র পরিপস্হি। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
এমতাবস্হায় গঠনতন্ত্রের ২২ (ক) অনুচ্ছেদ মোতাবেক বাংলাদেশের আওয়ামী যুবলীগ চেয়ারম্যান জনাব শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশক্রমে আগামী ৪৮ (আটচল্লিশ) ঘন্টার মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদান করা হইলো।
উক্ত সময়ের মধ্যে যথাযথ তথ্য প্রমাণসহ জবাব দেওয়ার জন্য বলা হইলো। জবাব সন্তোষজনক না হইলে আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্হা নেওয়া হবে।
এই বিষয়ে যশোর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু সাংবাদিকদের বলেন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যানের সঙ্গে এ বিষয়ে আমার কথা হয়েছে। যশোর সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম একজন শিক্ষকের সঙ্গে এমন আচরণ কেন করলেন, ৪৮ ঘণ্টার মধ্যে তাকে এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সঠিক ব্যাখা দিতে না পারলে; দল যা সিদ্ধান্ত দেবে আমরা যশোর জেলা যুবলীগ সেই পদক্ষেপ গ্রহণ করবো।

আরো সংবাদ