আজ - শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৯:০৪

৭ই আগস্টের ট্রেনের টিকিট দেয়া হচ্ছে আজ

ঈদুল আজহা উপলক্ষ্যে ৭ই আগস্টের ট্রেনের টিকিট দেয়া হচ্ছে আজ। ২রা আগস্ট পর্যন্ত চলবে আগাম টিকিট বিক্রি।  সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকিট বিক্রি চলবে। ফিরতি টিকিট বিক্রি ৫ই আগস্ট শুরু হয়ে ৯ই আগস্ট পর্যন্ত চলবে।

ঈদুল ফিতরে চালু হওয়া পদ্ধতিতে এবারও, ৫টি স্থান- কমলাপুর থেকে পশ্চিমাঞ্চল, ফুলবাড়িয়া থেকে সিলেট-কিশোরগঞ্জগামী, তেজগাঁও থেকে ময়মনসিংহ-জামালপুর, বনানী থেকে নেত্রকোণাগামী এবং বিমানবন্দর থেকে চট্টগ্রাম-নোয়াখালীগামী ট্রেনের টিকিট বিক্রি হবে। 

এবারও একজন যাত্রী চারটির বেশি টিকিট সংগ্রহ করতে পারবেন না। আগে থেকে সিরিয়াল দিয়ে পরে সেই অনুযায়ী টিকিট কিনবেন টিকিটপ্রত্যাশীরা। তবে সেখানেও রয়েছে সিন্ডিকেটের অভিযোগ। 

ঈদ উপলক্ষ্যে সারা দেশে ৮ জোড়া বিশেষ ট্রেন চালাবে রেলওয়ে। এর মধ্যে ঈদের আগে ৮ই আগস্ট থেকে ১১ই আগস্ট পর্যন্ত বিশেষ ট্রেন চলবে। আর ঈদের পর দিন, ১৩ই আগস্ট থেকে ১৯শে আগস্ট পর্যন্ত চলবে বিশেষ ট্রেন। আগামী ১২ই আগস্ট ঈদ ধরে রেলওয়ের কর্মপরিকল্পনা সাজানো হয়েছে।

আরো সংবাদ