আজ - রবিবার, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৭:১১

৮ ফ্রেব্রুয়ারী ক্যু- সারাদেশে মুজিব সৈনিকদের ঐক্যের ডাক:  শিখরের।

ভয় নয় “” শত্রু সবসময় শত্রু ই রয়!

  • খানজাহান আলী নিউজ ডেস্ক:

প্রিয় মুজিব সৈনিক বন্ধুগন! 

আপনারা পূর্বেই অবগত আছেন
৮-ফেব্রুয়ারী খালেদাজিয়ার মামলার রায় কে কেন্দ্র করে বিএনপি জামাত সহ কিছু স্বাধীনতা বিরোধি একটি চক্র কঠিন পরিকল্পনা করে রেখেছে! 
সেদিন তাদের আশা সারাদেশে অগ্নি সংযোগ ভাংচুর লুটপাট জুলুম নির্যাতন অত্যাচার খুন মানুষ হত্যা করে হলেও দেশের মধ্যে একটি নৈরাজ্য সৃষ্টি করবে!
ইতি মধ্যে( ৮ ফেব্রুয়ারী) পরিকল্পনা বাস্তবায়নের রূপরেখা হিসাবে ৩০ জানুয়ারি  তারিখে পুলিশের উপর হামলা চালিয়ে গ্রেফতারকৃত আসামীদের ছিনিয়ে নিয়ে নিজ দলের নেতা কর্মীদের সাহস যুগিয়েছে !
ভেবে দেখেন তারা যদি সফল হয় তাদের পরিকল্পনা! এদেশে বাঁচবে না মুক্তি যুদ্ধের চেতনা?
ভয় নয় “” শত্রু সবসময় শত্রু ই রয়! সেদিন যদি আমাদের সামন্য সতর্কতার অভাবে আমাদের একটি ভাই বোন সহযোদ্ধা কে হারাতে হয় মনে রাখবেন এইটা মোটেও ভালো লক্ষন নয়?
তাই শত্রু কে দুর্বল ভাবার কোন সুযোগ নেই 
তাই বিশেষ করে ৮ ফেফ্রুয়ারী সারাদেশব্যপী বিএনপি জামাতের নৈরাজ্য ঠেকাতে, প্রত্যেক- গ্রাম – ওয়ার্ড – ইউনিয়ন -পৌরসভা – উপজেলা -জেলা সহ সকল সর্বস্তরের মুজিব সেনাদের কে, নিজের আত্মরক্ষার জন্যে হলেও প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হলো।
এ্যাড. সাইফুজ্জামান শিখর 
(মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সহকারী ২)

আরো সংবাদ