আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ১২:৩৭

৯৬ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

সোমবার (১২ফেব্রুয়ারি) সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫ এর অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে একজনকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত বাক্তি হলেন, নোয়াখালি জেলার চন্দ্রপুর এলাকার সেলিম উদ্দিনের ছেলে ফয়সাল মামুন(৩৭)

রাজশাহীর একটি অপারেশন দল রাত ৮ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর পৌরসভাধীন মহানন্দা ব্রীজের টোল প্লাজার সামনে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা ৯৬ কেজি গাঁজাসহ আটক করতে সক্ষম হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা হতে ১টি কাভার্ড ভ্যান বিপুল পরিমাণ গাঁজা নিয়ে চাঁপাইনবাবগঞ্জ এর উদ্দেশ্যে আসছে, উপরোক্ত ঘটনার ভিত্তিতে র‌্যাব ক্যাম্পের আভিযানিক দল বর্নিত এলাকায় অভিযান পরিচালনা করে কাভার্ড ভ্যানসহ বিগত বছরের উক্ত এলাকার সর্ববৃহৎ মাদকের চালান আটক করে।

জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত আসামীর নামে পূর্বে একাধিক মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।

আরো সংবাদ