আজ - বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:৫৯

অবঃ সেনা সদস্য হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী নড়াইল থেকে গ্রেফতার।

ইং ০৮/০৪/২০২২ তারিখ রাত অনুমান ২০:৫০ ঘটিকার সময় যশোর পালবাড়ী তেতুলতলা মোড়স্থ মাহী ট্রেডার্স নামক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক অবঃ সেনা কর্পোরাল আনোয়ার হোসেনকে দোকানের মধ্যে বসা অবস্থায় অজ্ঞাতনামা এক যুবক হত্যার উদ্দেশ্যে পেটে চাকু মেরে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। আহত অবঃ সেনা সদস্যকে উদ্ধার করে প্রথমে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পরে যশোর সিএমএইচে ভর্তি করা হয়। এই সংক্রান্তে আহত সেনা সদস্যের ভাই হায়দার হোসেন বাদী হয়ে ইং ১০/০৪/২০২২ তারিখে এজাহার দায়ের করলে কোতয়ালী মডেল থানার মামলা নং-৪৫,

ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয় ঘটনার রহস্য উদঘাটনের জন্য জেলা গোয়েন্দা শাখাকে নির্দেশ প্রদান করলে জেলা গোয়েন্দা শাখার ওসি রুপন কুমার সরকার, পিপিএম এর দিক-নির্দেশনায় ডিবির এসআই মফিজুল ইসলাম, পিপিএম এর নেতৃত্বে এসআই আমিরুল ইসলাম, এএসআই গৌরাঙ্গ, আমিরুলসহ একটি চৌকশ টিম ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পযালোচনা করে অপরাধীকে সনাক্ত পূর্বক গোপন তথ্যের ভিত্তিতে ১০/০৪/২০২২ তারিখ বিকাল হইতে রাত ১২:০০ পযন্ত যশোর শহরের কাজীপাড়া, পালবাড়ীসহ কালীগঞ্জের বারোবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত ভাড়াটে চাকুমারা পার্টির ০৬ সদস্যকে গ্রেফতার করে ঘটনায় ব্যবহৃত চাকু এমএম কলেজের পুরাতন ছাত্রাবাস চত্বর থেকে উদ্ধার করেন।

গ্রেফতারকৃত আসামীদের মধ্যে ০৫ জন বিজ্ঞ আদালতে স্বীকারোক্তী প্রদান করেন।
অদ্য ইং ১৫/০৪/২০২২ তারিখ রাত ০২:৩০ ঘটিকার সময় নড়াইল জেলার কালিয়া থানাধীন যাদবপুর এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার মুল হোতা প্রধান আসামী কামরুল ইসলাম (৩৫), পিতা- মোদাচ্ছের বিশ্বাস, সাং- নুরপুর, থানা- কোতয়ালী, জেলা- যশোরকে গ্রেফতার করা হয়।

ইতোপূর্বে গ্রেফতাকৃত আসামীদের হেফাজত হইতে উদ্ধারকৃত আলামতঃ
ঘটনায় ব্যবহৃত ০১টি চাকু আসামীদের ব্যবহৃত ০৪টি মোবাইল ফোন

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত