যশোরের অভয়নগর থানার চাপাতলা গ্রামের চেংগুটিয়া এলাকায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ পরিবার বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কোটি টাকারও বেশি হাতিয়ে নিয়েছে।
অভিযুক্তরা হলেন মোঃ খয়বার মোল্যা, তার স্ত্রী রিনা বেগম, ছেলে হোসাইন ইসলাম ওরফে ফারহান হোসেন জয় এবং বিদেশে অবস্থানরত আর এক ছেলে ইসরাফিল হোসেন। অভিযোগ রয়েছে, তারা সৌদি আরবে চাকরির নাম করে জাল ভিসা ও বিমানের ভুয়া টিকিট দেখিয়ে টাকা নিয়ে পরে যোগাযোগ বন্ধ করে দেয়।
ভুক্তভোগীদের অভিযোগ, চক্রটির “মাস্টারমাইন্ড” ইসরাফিল সৌদি আরব থেকে ফাঁদ তৈরি করে দেয়, আর তার মা-বাবা ও ভাই দেশ থেকে টাকা হাতিয়ে নেয়। ছোট ভাই হোসাইন ঢাকায় গিয়ে ফ্লাইটের কথা বলে এয়ারপোর্ট থেকে চুক্তির বাকি টাকা আদায় করে পালিয়ে যায়। স্থানীয়দের দাবি— তাদের ব্যাংক হিসাব জব্দ করলে থলের বিড়াল বের হয়ে আসবে।
প্রতারিতদের মধ্যে মোঃ শফিকুল ইসলাম ৯ লাখ ১২ হাজার টাকা হারিয়ে আদালতে মামলা করেছেন। সেলিম বিশ্বাস ৪ লাখ ২০ হাজার টাকা দিয়ে থানায় জিডি করেও সমাধান পাননি। মেহেদী হাসান কাজলও ২ লাখ ৬২ হাজার টাকা প্রতারণার শিকার হয়ে মামলা করেছেন। এছাড়া তপু, হেলালসহ আরও অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, একাধিক মামলা ও জিডি থাকা সত্ত্বেও এই প্রতারক পরিবার এখনো ধরা-ছোঁয়ার বাইরে। প্রশাসনের উদাসীনতায় ক্ষতিগ্রস্তরা প্রশ্ন তুলেছেন— এরা এত শক্তি কোথা থেকে পায়?