আজ - শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৮:৩৯

অভয়নগরে সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ শীর্ষক অনলাইন কর্মশালার উদ্বোধন

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উদ্যোগে যশোর জেলার অভয়নগর উপজেলায় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ২৫জন গণমাধ্যমকর্মী নিয়ে পিফোরডি প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী ‘সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ’ শীর্ষক অনলাইন কর্মশালার উদ্বোধন হয়েছে। শুক্রবার সকালে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত সচিব শাহিন ইসলামের সভাপতিত্বে কর্মশালা শুরু হয়। প্রধান অতিথি হিসেবে কর্মশালা উদ্বোধন করেন, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহনাজ আরেফিন। এ সময় বিশেষ অতিথি ছিলেন, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. গোলাম ফারুক, যশোর জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান এবং পিফোরডির টিম লিডার মি. আর্সেন স্টেফেনিয়ন। উদ্বোধনের পর জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ের ওপর আলোচনা করেন, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মিজ আয়েশা আক্তার। পরে তথ্য অধিকার বিষয়ে আলোচনা করেন, বাংলাদেশ বেতারের উপ-পরিচালক সৈয়দ জাহিদুল ইসলাম। পিফোরডি প্রকল্পটি ইউরোপীয়ান ইউনিয়ন ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে গৃহীত। প্রকল্পটির সার্বিক তত্ত্বাবধানে মন্ত্রিপরিষদ বিভাগ, সমম্বয়ে বৃটিশ কাউন্সিল এবং বাস্তবায়নের জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, বিসিএস এডমিন একাডেমি, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট।

আরো সংবাদ