আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ১০:৩০

অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ইউপি সদস্যের ছেলে!

বিশেষ প্রতিনিধি॥ যশোরের অভয়নগরে ইউপি সদস্যের ছেলে সাব্বির আহমেদের (২০) বিরুদ্ধে সপ্তম শ্রেণির স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার অভয়নগর থানায় অভিযোগ দায়ের হয়েছে। স্কুলছাত্রীকে অভয়নগর থানা হেফাজতে রাখা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত সাব্বির আহমেদ পলাতক রয়েছে।

সাব্বির আহমেদ উপজেলার চলিশিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ আলী বেগ ওরফে সোনা মেম্বারের ছেলে। সে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্র।
ভুক্তভোগী ওই ছাত্রী জানান, সাব্বিরের সঙ্গে প্রায় এক বছর ধরে তার প্রেমের সম্পর্ক। ঘটনার দিন বৃহস্পতিবার রাতে দুর্গাপুজা দেখানোর কথা বলে সাব্বির ও তার দুই বন্ধু মোটরসাইকেলে করে তাকে প্রতিবেশী নাসিরের (ফুফাতো ভাই) বাড়িতে নিয়ে যায়। সেখানে নিয়ে পানি পান করানোর পর সে অচেতন হয়ে পড়ে। সেই সুযোগে সাব্বির তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করে।


এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, স্কুলছাত্রীকে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্ত ধর্ষক সাব্বির আহমেদকে খুঁজে পাওয়া যায়নি। স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য যশোরের প্রেরণ করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার পর প্রকৃত ঘটনা জানা যাবে।

আরো সংবাদ