আজ - বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৯:৪৪

আওয়ামী লীগে টেন্ডারবাজ-চাঁদাবাজ-সন্ত্রাসীদের ঠাঁই হবে না: এস এম কামাল হোসেন

খুলনা জেলার পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি শহীদ মুক্তিযোদ্ধার সন্তান আনোয়ার ইকবাল মন্টু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন শহীদ মুক্তিযোদ্ধার সন্তান শেখ কামরুল হাসান টিপু।

পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০১৯ অনুষ্ঠিত হয় পাইকাগাছা সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। এ অধিবেশনের সভাপতিত্ব করেন খুলনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এবং পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক গাজী মোহাম্মদ আলী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ হারুনুর রশিদ। সম্মেলন পরিচালনা করেন পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সদস্য সচিব মোঃ রশীদুজ্জামান।

সম্মেলনের প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল হোসেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য ‌এডভোকেট শেখ মোঃ নুরুল হক, খুলনা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট সুজিত রায় অধিকারী,খুলনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এবং খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব আলী সানা।

আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সদস্য এস এম কামাল হোসেন বলেন, প্রধানমন্ত্রী দলে শুদ্ধি অভিযান শুরু করেছেন। তাই তৃণমূল পর্যায় থেকে পরিচ্ছন্ন ইমেজের নেতৃত্ব নির্বাচন করতে হবে। যারা মাদক ব্যবসায়ী, লুটপাট, অনিয়মের সঙ্গে জড়িত তারা কখনও নেতৃত্বে আসতে পারবে না।

দুর্নীতিবাজদের বিরুদ্ধে হুশিয়ারি দিয়ে তিনি বলেন, আওয়ামীলীগে কোন টেন্ডারবাজ চাঁদাবাজ সন্ত্রাসীদের ঠাঁই হবে না। দলের ও নেতার নাম ভাঙিয়ে কেউ দালালী,বাটপারি,চাঁদাবাজী এবং দুর্নীতি করে দল ও নেত্রীর ভাবমূর্তি নষ্ট করলে তাদের ক্ষমা করা হবে না।

নৌকার বিরোধিতাকারীদের উদ্দেশ্য করে আওয়ামী লীগের কেন্দ্রীয় এ নেতা বলেন, আমার কাছে কে জনপ্রিয়, কে জনপ্রিয় নয়- সেটি বড় প্রশ্ন নয়। আমার কাছে বড় প্রশ্ন হলো আপনি নৌকার পক্ষে না-কি নৌকার বিরোধী। আপনি দলে থাকবেন অথচ নৌকার বিপক্ষে কাজ করবেন তা হবে না। বিএনপি-জামায়াত জোটের পরিবারভুক্ত কেউ যেন নেতৃত্বে আসতে না পারে সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে।

এস এম কামাল হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। দেশকে কিভাবে এগিয়ে নিতে হয় শেখ হাসিনা জানে। দেশের উন্নয়নের জন্য বিশ্ব নেতারা তার প্রশংসা করে।

এছাড়াও উপস্থিত বক্তারা সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে নেতা-কর্মীর প্রতি আহ্বান করে বলেন, সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণে সবাইকে কাধে-কাধ মিলিয়ে কাজ করতে হবে।

আরো সংবাদ