আজ - শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১:২৩

আওলাদে রাসূল কে বাংলাদেশে সংবর্দ্ধনা রিসালাতুল ইনসানিয়াহ”র

খানজাহান আলী নিউজ ডেস্ক: যুগশ্রেষ্ঠ মনীষী সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ. প্রতিষ্ঠিত আধ্যাত্মিক সংগঠন ‘রিসালাতুল ইনসানিয়াহ বাংলাদেশ’ এর আমন্ত্রণে তিন সপ্তাহের দাওয়াতী সফরে শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে বাংলাদেশে আগমণ করেছেন পবিত্র মক্কা মুকাররমার সম্মানিত মেহমান আওলাদে রাসূল সাইয়েদ নাছের বিল্লাহ মক্কী। আজ দুপুর ২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি হয়রত শাহজালাল রহ. আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও বরণ করে নেন রিসালাতুল ইনসানিয়াহ বাংলাদেশের আমীর ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার রিসার্চ ফেলো মাওলানা শহীদুল ইসলাম ফারুকী সহ আরো মাওলানা কামাল উদ্দীন ফারুকী, মুফতি রেজোয়ানুল হক রহমানী মুহাম্মদ সিরাজুল ইসলাম, এবং হাফিজুল হক ফাইয়ায প্রমূথ উপস্থিত ‍ছিলেন । বিমানবন্দর থেকে সোজা তিনি যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের মারকাজী ইজতেমায় যোগদান করেছেন। মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমীর আল্লামা মাহমূদুল হাসান সাহেব তাকে ইজতেমায় আমন্ত্রণ জানিয়েছেন। রাতে তিনি মাদরাসা দারুর রাশাদ, মিরপুরে অবস্থান করবেন।

আরো সংবাদ