আজ - বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৯:৪৮

আওয়ামীলীগ মাঠে থাকলে বিএনপি পালানোর পথ পাবেনা – শাহারুল ইসলাম

মহিউদ্দিন সানি, রূপদিয়া (যশোর) প্রতিনিধি।। যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম বলেছেন, ভাড়াটিয়া আওয়ামীলীগ দলের দরদ বুঝবে না। প্রকৃত আওয়ামীলীগের নেতাকর্মীদেরকে এক হয়ে দল সাজাতে হবে। নির্বাচনের আগেই স্বাধীনতার বিপক্ষের সকল শক্তি প্রতিহত করতে হবে।

রবিবার নরেন্দ্রপুরে ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ আয়োজিত শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শাহারুল ইসলাম।
তিনি আরও বলেন, শোকের মাস শেষ হলেই বিএনপি সন্ত্রাসীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে। আওয়ামীলীগ মাঠে থাকলে বিএনপি পালানোর পথ পাবেনা।

নরেন্দ্রপুর হাটবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ০৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃমাহফুজুর রহমান পিন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সদর উপজেলা আওয়ামীলীগ নেতা মতলেব বাবু,নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল কাশেম বিশ্বাস।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন,সদর উপজেলা আওয়ামীলীগ নেতা তৌফিক আহমেদ রানা,নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা জাকির হোসেন, শান্ত সাহা, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সেলিম হোসেন,২ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ফারুক হোসেন, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হোসেন মোল্লা,নরেন্দ্রপুর পুজা উদযাপন কমিটির সভাপতি মোহন লাল দাস,আওয়ামীলীগ নেতা আবু সাঈদ,ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মিলন সাহা প্রমুখ।
আলোচনা অনুষ্ঠান শেষে নিহতদের রুহের মাগফেরাত কামনা করো দোয়া ও তাবারক বিতারণ করা হয়।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত