আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৮:৩৭

আজকের পর কাল (শনিবার) যশোরে ৪ ঘন্টা বিদ্যুৎ থাকবেনা

শনিবারও চার ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যশোরে। সকাল সাতটা থেকে নয়টা এবং দুপুর দুটো থেকে বিকেল চারটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে ওজোপাডিকোর আওতাধীন যশোর শহরসহ অন্যান্য এলাকায়। ওজোপাডিকো যশোরের বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া আগামী ২২ জানুয়ারি শুক্রবার সকাল সাতটা থেকে নয়টা এবং দুপুর দুটো থেকে বিকেল চারটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। যশোর ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের সক্ষমতা বৃদ্ধি এবং মেরামত ও সংরক্ষণ কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। বিদ্যুৎ গ্রাহকদের সাময়িক অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে ওজোপাডিকো কর্তৃপক্ষ।

আরো সংবাদ