আজ - শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - সন্ধ্যা ৭:৫৭

আজ থেকে কেশবপুর স্বাধীন : শাহীন চাকলাদার।

মুনতাসির মামুন : জাতীয় সংসদীয় আসন ৯০ এর উপ নির্বাচনে (যশোর ৬) কেশবপুর আসনে দলীয় মনোনয়ন পাবার পর আজ বুধবার বিকালে কেশবপুর পাবলিক ময়দানে  শাহীন চাকলাদারের প্রথম কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শাহিন চাকলাদার বলেন আজ থেকে কেশবপুর স্বাধীন ।বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ । আগে সংগঠন ঠিক করবেন তারপর আপনার কর্মফলে আপনি চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান মেয়র এমপি মন্ত্রী হবেন।তৃণমূল মানুষকে আগে ভালবাসা শিখুন তারপর এই তৃণমূলকে সাথে নিয়েই আপনি অপনার ক্ষমতা দেখান।আমি চাই আমাদের দলের যারা ত্যাগী পুরাতন কোনঠাসা কর্মী রয়েছেন তাঁদের মূল্যয়ন করতে কেউ অবমূল্যয়ন হবেনা ইনশাল্লাহ্ ।প্রত্যেকটি নেতাকর্মীকে চেইন অব কমান্ডের মধ্যে চলতে হবে ।

কেউ যদি চায় গুন্ডাবাজি করবে দখলবাজী করবে তাঁকে লাঞ্ছিত করে কেশবপুর থেকে বিতাড়িক করা হবে।এই কেশবপুরে কোন মাদক ব্যবসা চলবে না কোন অস্ত্রবাজী চলবেনা । কেশবপুরে যারা নেতৃত্ব দিবে তাঁদের দায়িত্ব কেশবপুরের মানুষের দেখভাল করা।আমরা কাউকে কষ্ট দিতে চাইনা কেশবপুর সস্তি আর শান্তির রোল মডেল কেশবপুর আজ থেকে স্বাধীন হয়ে গেল।কেশবপুরের মানুষ ঘরের দরজা খুলে ঘুমাবে কেউ বিরক্ত করবেনা ইনশাল্লাহ্। কেশবপুর যশোর সদরের মত আওয়ামীলীগের ঘাটি হবে এখানে আওয়ামীলীগ থাকবে এক এবং ঐক্যবদ্ধ আর কারো জন্য কেশবপুরের মাটি ছেড়ে দেয়া হবেনা।

কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম রুহুল আমিনের সভাপতিত্বে আরও বক্তব্য আওয়ামীলীগের সহ সভাপতি রফিকুল ইসলাম পিটু , রাখেন কেশবপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আযহারুল ইসলাম মানিক,  উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, পৌর মেয়র রফিকুল ইসলাম , উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহিত কুমার নাথ,সাধারন সম্পাদক শাহারুল ইসলাম।যশোর পৌর আওয়ামীলীগ সম্পাদক মাহমুদ হাসান বিপু , যুবলীগ নেতা শফিকুল ইসলাম জুয়েল , যশোর জেলা ছাত্রলীগের সভাপতি রওশন ইকবাল শাহী , যশোর সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মুমেল হোসেন প্রমুখ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে কেশবপুর উপজেলা আওয়ামীলীগের  সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, কার্যানির্বাহী কমিটির সদস্য শেখ মনি, জাহাঙ্গীর আলম, মজিদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম সরোয়ার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক সেলিম খান, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন-আহবায়ক আবু হাসান, উপজেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য রেহেনা ফিরোজ, ইউপি সদস্য সন্ধ্যা রানী, সাবেক ইউপি সদস্য শরিফা খাতুন মধু, মহিলা আওয়ামী লীগনেত্রী সালমা বেগম। ১নং ত্রিমহোনি ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আব্দুল্লাহ্ আল মামুন, ২ নং ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, ৪ নং ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক মুন্নাব হোসেন, বাদশা, ১১ নং ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক সুমন রায়হান, যুগ্ন আহ্বায়ক আরিফ হোসেন। উপজেলা ছাত্রলীগ নেতা শাহারিয়ার হাবিব, শারাফাত হোসেন সোহান উপস্থিত ছিলেন

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত