পেঁয়াজের দাম কমিয়েছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামীকাল সোমবার থেকে সংস্থাটি কেজিপ্রতি ৩৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করবে। এত দিন কেজিতে ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করা হচ্ছিল।
আজ রোববার টিসিবির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাজার পরিস্থিতি পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাজারে পেঁয়াজের দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় সরকার টিসিবির মাধ্যমে পেঁয়াজ বিক্রি শুরু করে। এখন পেঁয়াজের দাম অনেকটা কমে এসেছে। বিদেশি বড় পেঁয়াজ মিলছে প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকায়। এই পেঁয়াজই কিছুদিন আগে কেজিপ্রতি ১২০ টাকার বেশি ছিল। আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছিল কেজিপ্রতি ২২০ টাকার বেশি দামে। বাজারে দাম কমায় কয়েক দিন ধরে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকের সামনে ক্রেতাদের ভিড় কমে গিয়েছিল।
টিসিবির একাধিক পেঁয়াজ বিক্রেতার সঙ্গে আলাপকালে জানা গেছে, রাজধানীর বিভিন্ন পয়েন্টে প্রতিদিন তিন টন পেঁয়াজ বিক্রির জন্য আনা হলেও ক্রেতা পাচ্ছেন না তারা। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও প্রয়োজনীয় সংখ্যক ক্রেতার দেখা মিলছে না। সরবরাহ বেশি থাকায় ক্রেতারাও আগের মতো ৩-৪ কেজি করে পেঁয়াজ কিনছেন না। স্বল্প সংখ্যক ক্রেতা যারা পেঁয়াজ কিনছেন তারাও এক দুই কেজির বেশি কিনছেন না। প্রতিদিনের টার্গেট ৩-৪ টন পেঁয়াজ বিক্রি করতে রাত ১২টা পর্যন্ত রাস্তায় থাকতে হচ্ছে ট্রাকে বিক্রেতাদের