আজ - শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ৩:৪৩

আজ ০৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস

 

“দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে বর্নাঢ্য আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে কালাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও উপজেলা প্রশাসনেরন সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি কালাই পৌরসভার প্রধান শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের মুল ফটকের সামনে কালাই-জয়পুরহাট মহাসড়কে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের সহশ্রাধিক মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনের শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনাসভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত আরা তিথি’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হেলাল উদ্দীন মোল্লা, মহিলা ভাইস-চেয়ারম্যান সাবানা আক্তার, কালাই পৌরসভার মেয়র মোছা. রাবেয়া সুলতানা কাজল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ-সম্পাদক মো.ফজলুর রহমান, উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও কালাই প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. নাজিম উদ্দিন, শিরটি ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহাজান, উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক মো. মাহবুবুল হাসান, উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোছা.সামছুন নাহার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, দুর্নীতি বন্ধ করতে সবার আগে আমাদের নিজেদের চরিত্র পাল্টাতে হবে। সেই সাথে দুর্নীতি সহায়ক সকল কার্যক্রম বন্ধ করতে হবে। চাকুরীতে নিয়োগ ও সেবা প্রদানের ক্ষেত্রে এমন পদ্ধতি চালু করতে হবে, যাতে কেউ দুর্নীতি করতে না পারে। এছাড়া সকলকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান তারা।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত