আজ - রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ১:৪৭

আট মাস পর ভারতীয় ভিসা ফের চালু

করোনার কারণে প্রায় আট মাস বন্ধ থাকার পর চিকিৎসাসহ নয় ক্যাটাগরিতে ফের বাংলাদেশিদের ভিসা আবেদন নেয়া শুরু করেছে ঢাকায় ভারতীয় হাইকমিশন।

শুক্রবার হাইকমিশনের এক বিবৃতিতে বাংলাদেশের নাগরিকদের জন্য অনলাইন ভিসা আবেদন সেবা পুনরায় চালুর কথা জানানো হয়।

পর্যটন ছাড়া চিকিৎসা, ব্যবসায়, চাকরি, এন্ট্রি, সাংবাদিক, কূটনীতিক, কর্মকর্তা, জাতিসংঘের কর্মকর্তা এবং জাতিসংঘের কূটনীতিকেরা ভিসার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

ভ্রমণসহ অন্যান্য ক্যাটাগরির ভিসা চালু করা হয়নি। তবে সেগুলোও শিগগিরই চালু করা হবে বলেও জানিয়েছে ভারতীয় হাইকমিশন।

এর আগে, করোনা মহামারীর কারণে গত ১২ মার্চ সব দেশের নাগরিকদের ভিসা দেয়া স্থগিত ঘোষণা করে ভারত। এই সিদ্ধান্তে বিড়ম্বনা ও দুর্ভোগের মুখে পড়েন ভারতের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভিসা গ্রহণকারী বাংলাদেশিরা।

আরো সংবাদ